মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

হিজলায় ইঞ্জিনচালিত ট্রলারডুবি, নিখোজ ২

বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা শেওরা নদীতে ট্রলার ডুবিতে নানী ও নাতি নিখোঁজ হয়েছে। গত বুধবার (০১ জুলাই) রাত ৮টার দিকে ট্রলার ডুবির সময় ওই ট্রলারে থাকা ১১ জন যাত্রীর মধ্যে স্থানীয়দের সহযোগীতা ৯জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওই দুই জন নিখোঁজ হন।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ দুর্ঘটনা স্থানে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

স্থানীয় ট্রলার মাঝি উজ্জল সিকদার জানান, ট্রলার মাঝি মোতালেব ব্যাপারী তার পরিবার ও স্বজন সহ ১১ জন নিয়ে হিজলার হরিণাথপুর ইউনিয়নের নাছোকাঠী গ্রাম থেকে মেঘনার শাখা শাওরা নদী পাড়ি দিয়ে একই উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের বিষকাঠালী গ্রামে চরে যাচ্ছিলেন। আকস্মিক বাতাস ও প্রচন্ড ঢেউয়ের তোরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৯ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পাড়লেও দুইজন নিখোঁজ হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী হিজলা নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. মামুন জানান, নিখোঁজ দুই জন হলো শাহিদা বেগম (৫০) ও সাইমুন (৪)। তারা সম্পর্কে নানী ও নাতি। মেঘনার ওই শাখা নদী প্রচন্ড খরস্রোতা হওয়ায় তারা স্বাভাবিক উদ্ধার কার্যক্রম চালাতে পারছেন না। তবে নিখোঁজদের সন্ধানে যৌথ উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশ কর্মকর্তা মো. মামুন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official