শেখ সুমন :
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, মুক্তিযুদ্বের মাধ্যমে স্বাধীনতা অর্ঝন করা দেশের মানুষ আজ হিরক রাজার দেশে বাস করছে।
মুক্তিযুদ্বের চেতনা হচ্ছে গনতন্ত্র প্রধান মন্ত্রী মুক্তিযুদ্বের দোহাই দিয়ে গনতন্ত্রের চেতনা থেকে সরে আসছে।
সরকার আজ দেশের ব্যাংক লুঠপাটকারী,মাদক ব্যাবসায়ী সহ অযোগ্যহীনদের বিভিন্ন স্থানে বসিয়ে রাখার কারনেই দেশ থেকে গনতন্ত্র হারিয়ে যাচ্ছে।
আজ সোমবার সন্ধায় নগরীর পশ্চিম কাউনিয়া মেয়র প্রাথী এ্যাড মজিবর রহমান সরোয়ারকে উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাতে আসা নেতা-কর্মীদের উর্দেশ্যে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ,আগৈলঝাড়া বিএনপি আহবায়ক সাহাবুদ্দিন লাল্টু, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন।
মজিবর রহমান সরোয়ারকে ফুলের শুভেচ্ছা জানান উত্তর জেলা যুবদলের নব গঠিত কমিটির সভাপতি মোল্লা মাহফুজ,সাধারন সম্পাদক সালাউদ্দিন পিপলু,সিনিয়র সহ-সভাপতি মনির দেওয়ান,সাংগঠনিক সম্পাদক শাহে আলম হাওলাদার,হিজলা যুবদল আহবায়ক বেলাল জমাদ্দার,যুগ্ম আহবায়ক রিমন দেওয়ান,মুলাদী যুবদল যুগ্ম আহবায়ক আল মামুন সিকদার,মিন্টু রাড়ি,ছাত্রদলের পাভেজ খন্দকার সহ হিজলা,মেহেন্দিগঞ্জ,মুলাদী,আগৈলঝাড়া ও গৌরনদীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মজিবর রহমান সরোয়ার আরো বলেন বর্তমান অবৈধ সরকার ৫ই জানুয়ারী বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে ১৫৪জন সংসদ সদস্য পাশ করিয়ে ক্ষমতায় জেকে বসেছে।
তারা শুধু উন্নয়নের কথা বলে গনতন্ত্রকে বাধাগ্রস্থ করছে। বর্তমান সরকার প্রধান নিজেই এক সময় বলেছিলেন দলীয় সরকারের অধিনে স্থানীয় সরকারের নির্বাচন হবে না।
সরকার তার নিজের কথা ভঙ্গ করে এখন দলীয় সরকারের অধিনে নির্বাচন করে ভোট ডাকাতীর মাধ্যমে জনগনের ভোটের অধিকার হরন করছে।
তাই আগামী সিটি নির্বাচনের ভোট যুদ্বের মাধ্যমে দেশ মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্বভাবে ঝাপিয়ে পড়ার আহবান জানান।