অনলাইন ডেস্ক :
২১ দিন ধরে বন্ধ রয়েছে পিরোজপুর-বরিশাল রুটের বাস চলাচল। যাত্রীদের দূর্ভোগের পাশাপাশি বিপাকে পড়েছে শ্রমিক ও বাস মালিকরা। এরই মাঝে মালিক সমিতির সমাধানের উদ্যোগও সফলতার মুখ দেখেনি। কর্তৃপক্ষ বলতে পারছে না কবে নাগাদ এই রুটের যান চলাচল স্বাভাবিক হবে।
১৫ জুন থেকে পিরোজপুর বরিশাল রুটের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ। বরিশালের মূল ষ্ট্যান্ডে বাস থামাতে না দিয়ে ঝালকাঠি সীমানার ভেতরে কালিজিরায় বাস থামাতে বাধ্য করায় এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে, সকাল সন্ধ্যা বাসের জন্য অপেক্ষা করে নিরাশ হয়ে ঘরে ফিরছে যাত্রীরা।
শুধু যাত্রী নয়, বাস চলাচলে দীর্ঘ বিরতি থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ঝালকাঠি বাস মালিক সমিতির খামখেয়ালী ও চাঁদাবাজীর কারণে সৃষ্টি হয়েছে এই অবস্থার।
গত কয়েক বছর ধরে চলে আসা এই ভোগান্তির বিষয়ে চেষ্টা করেও কার্যকরি কোন উদ্যোগ নিতে পারেনি পিরোজপুর বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন।
শিগগিরই এ রুটে বাস চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন দাবি যাত্রী, শ্রমিক ও মালিকদের।