শনিবার , ৩ জুলাই ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না, এসি মোঃ মাসুদ রানা

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ৩, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল নগরীর ৩৭০টি মসজিদে একযোগে জনসচেতনতা মূলক প্রচারনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার এর নির্দেশে এয়ারপোর্ট থানার লুৎফর রহমান সড়কের সিদ্দিকীয়া জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক আলোচনা করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা।

তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসে বিশ্বে প্রায় ১৮কোটি মানুষ আক্রান্ত হয়েছে যা বাংলাদেশর মোট জনসংখ্যার সমান। আমাদের দেশেও প্রায় ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল দেশে ১৪৩জন মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে। আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না তাই নিজের জীবনের কথা চিন্তা করে সবাই নিয়মিতভাবে মাস্ক পরিধান করুন।

নিজে অসচেতন হয়ে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।নিয়মিতভাবে মাস্ক পরিধান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে নিশ্চয়ই দেশের মানুষ করোনা থেকে মুক্তি পাবে।

হাদিসের উদ্ধৃতি তুলে ধরে এসি মোঃ মাসুদ রানা আরও বলেন,,কোথাও মহামারী দেখা দিলে সেখান থেকে মহামারী এলাকায় প্রবেশ ও মহামারী এলাকা থেকে অন্য স্থানে গমন করতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) নিষেধ করেছেন। তাই আমরা ধর্মীয় বিশ্বাস নিয়ে হলেও অহেতুক বাহিরে ঘোরাঘুরি করবো না।

এর পরেও যদি আপনারা সরকারি নির্দেশ অমান্য করেন তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব। আপনাদের যে কোন প্রয়োজন পুলিশ সদস্যরা পাশে থাকবে। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন নিরাপদ থাকুন।

সর্বশেষ - প্রচ্ছদ