সোমবার , ১২ জুলাই ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

অসহায় মানুষের মুখে অণ্য দিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন লিম

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১২, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
লিম পাখি তার ২৩ তম জন্মদিনে মাদারীপুরে অসহায় মানুষেদের খাবার দিয়ে নিজের জন্মদিন পালন করেন।

লিম ১৯৯৮ সালের ১২ জুলাই বরিশাল শহরের এর বাসিন্দা ব্যবসায়ী শরীফ গোলাম সরোয়ার এর ঘর আলো করে জন্মগ্রহণ করেন।তার তিন ছেল মেয়ের ভিতরে লিম মেজো। বাবা-মায়ের তাদের সন্তান গুলো আদরের ও প্রিয় হয় তবে তিন ভাই বোনের ভিতরে লিম তার বাবার অত্যান্ত আদরের ও প্রিয় মেয়ে।

দুঃখী -অসহায় ও পথশিশুদের জন্য ছোট্ট বেলা থেকে মন কাদতো লিমের তখন তাদের জন্য অনেক কিছু করতে চেলেও পারতেন না তবে চেষ্টা করে যেতেন সব সময়।

এভাবে প্রাইমারি, হাই স্কুল এর গন্ডি পেরিয়ে কলেজ জীবন তারপর বিয়ে কিন্তু ছোট বেলায় দুঃখী -অসহায় ও পথশিশুদের জন্য যে ভালোবাসা ছিলো তার কমতি নেই উল্টো ভালোবাসা বেড়ে গেছে।তারই ধারাবাহিকতায় সোমবার ১২ জুলাই কিছু সংখ্যক অসহায় মানুষকে খাবার দিয়েছেন।

লিম জানান,প্রতি বছর আমার জন্মদিনে আমি ভিন্ন কিছু করে উদযাপন করে থাকি আর সেই গুলো কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি সে দিকে খেয়াল রাখি।

আমার বিয়ে হয়েছে তিন বছর এ তিন বছর এর জন্মদিন উদযাপনে আমার স্বামী মামুন হাসান অনন্ত তার পক্ষ থেকে বিভিন্ন মসজিদ ও এতিম খানায় দোয়া-মিলাদ এবং খাবারের ব্যবস্থা করে আসতেছেন।

তিনি আরো জানান, আমার এই ২৩ তম জন্মদিনে আমি আমার পরিবারের সকল সদস্য আমার বাবা-মা সহ পৃথিবীর সকল মানুষ যাতে মহামারী করোনা থেকে হেফাজত থাকেন এবং আমরা স্বামী-স্ত্রী সারাজীবন একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারি মহান রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া ও প্রার্থনা করি।

সর্বশেষ - প্রচ্ছদ