বুধবার , ৫ জুলাই ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

কর্মস্থলমুখী মানুষের চাপ লঞ্চ ও বাসে

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ৫, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ

ঈদ উল আযহা শেষে পঞ্চম দিনেও বরিশাল থেকে কর্মস্থলমুখী মানুষের চাপ কমছে না নগরীর লঞ্চঘাট ও বাস টার্মিনালে। যাত্রী চাপ সামাল দিতে মঙ্গলবারও বরিশাল নৌ-বন্দর থেকে ৭টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আরো দুইটি ভায়া লঞ্চ ছেড়ে গেছে বরিশাল হয়ে।

অপরদিকে, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাসটার্মিনালেও কর্মস্থলমুখি মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। গতকালও বরিশাল থেকে পাঁচ শতাধিক বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ।

বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানিয়েছেন, ‘বরিশাল নদী বন্দর থেকে সরাসরি ৭টি বিলাসবহুল লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আরও দুটি লঞ্চ বরিশাল ভায়া হয়ে ঢাকায় গেছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন বলেন, ‘ঈদের পর থেকেই নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের ভীড় বাড়তে থাকে। যা ঈদ শেষে পঞ্চম দিনেও অব্যাহত ছিলো। তবে বেশিরভাগ মানুষ এরই মধ্যে বরিশাল ছেড়েছে। এখন যা চাপ আছে তা আগামী শনিবারের পরের আর থাকবে না বলে জানান তিনি।

সর্বশেষ - জাতীয়