বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন, গুজব সন্ত্রাসীদের নির্মূল করে সকল গুজবের কবর রচিত করতে হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ছেলে ধরা, গুজব ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগে এটা একটি গুজব ও অলীক মিথ্যা কথা। এগুলো যারা সমাজে ছড়িয়ে দিচ্ছে তারা দেশের শত্রু। তাই গুজবকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। এজন্য তিনি শিক্ষক-শিক্ষার্থীদের নিজের সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সচেতন করে তোলার আহবান জানান।
গৌরনদী থানা মডেল থানার আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। এসময় গৌরনদী সার্কেল এএসপি আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার উপস্থিত ছিলেন।
একইদিন মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পৃথক সচেতনতামূলক প্রচারণা সভা করা হয়। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ কর্মকর্তারা।