নৌকাডুবির ঘটনায় প্রায় ৮২ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। শুক্রবার সকাল পর্যন্ত ৪ জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হলেও বাকিদের উদ্ধারের কাজ এখনো চলছে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার তিউনিশিয়া উপকূলের জার্জিস বন্দর নগরীর কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান, বিবিসি ও রয়টার্স এমন খবর প্রকাশ করে।
আইওএম’র এক মুখপাত্র টুইট বার্তায় জানান, ‘কীভাবে নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং প্রকৃতপক্ষে কতজন নিখোঁজ আছে তা জানতে আরো সময় লাগবে।’
উল্লেখ্য অফ্রিকা মহাদেশের দেশ তিউনিশিয়ার উপকূলে এর আগেও কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটেছিলো। সর্বশেষ গত মে মাসে সেখানে নৌকাডুবে প্রায় ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা যান।