বুধবার , ১২ জুলাই ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

তুচ্ছ ঘটনার জের ধরে বিবাদ বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দিল ছোটভাই

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১২, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে হাঁসে ধানের বীজতলা নষ্ট করায় বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দিয়েছে ছোট ভাই। গত সোমবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মজিবুর হাওলাদারকে (৬০) বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ছোট ভাই হাবিব হাওলাদার (৫৫) পলাতক রয়েছে। তাঁরা পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত পবন আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের বাড়ির সামনে কবরস্থানের কাছে হাবিব হাওলাদারের জমিতে মজিবুর হাওলাদারের হাঁস নেমে ধানের বীজতলা নষ্ট করে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে হাতে থাকা দা দিয়ে বড় ভাই মজিবুর হাওলাদারের মাথায় কোপ দেন হাবিব। এতে মজিবুর হাওলাদারের বা কান পুরোটা কেটে যায়। দায়ের একাধিক কোপে তাঁর ডান হাঁটুর নিচে রগ কেটে যায়।

পরে পরিবার ও স্থানীয় লোকজন মজিবুর হাওলাদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেদ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহেদ বলেন, ধারালো অস্ত্রের কোপে মজিবুর হাওলাদারের বাঁ কান ও ডান পায়ের রগ কেটে গেছে। তঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, অভিযুক্ত হাবিব হাওলাদার পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - জাতীয়