আগামী ত্রিশে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন।নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠন তাকে জয়ী করতে আলোচনা সভা করছেন ।
গতকাল নগরীর চাদমারিতে আলোচনা সভা করছেন বরিশাল জেলা করাতকল শ্রমিক ইউনিয়ন। উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় করাতকল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি,এস এম হুমায়ুন কবির মোতালেব, অন্যান্যের মধ্যে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সর্দার ও করাতকল ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহ শতাধিক শ্রমিক । সবাই,নৌকা,মার্কার প্রার্থী যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ কে নগরপিতা রুপে অধিস্ঠিত করার জন্য সকল রকম কার্যক্রম করবেন বলে আশা রাখেন ।