নিজস্ব প্রতিবেদকঃ রুখে দাঁড়াও সাম্প্রদায়িকত সংিসতা এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে নড়াইলের সনাতন ধর্মালম্বীদের উপর হামলা,লুঠপাঠ ও নির্যাতনের সুষ্ট তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানিয়ে মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ করে সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন,বরিশাল জেলা কমিটি। আজ সোমবার (১৮ই) জুলাই সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।
অধ্যাপিকা (অবঃ) টুনু রানি কর্মকারের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,ওয়াকার্স পার্টি নেতা মোজাম্মেল হক ফিরোজ,গণফোরাম বরিশাল জেলা সভাপতি এ্যাড, হিরন কুমার দাস মিঠু, ইউনাইটেড বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদার,ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ,উদিচী সংগঠক এ্যাড, বিশ্বনাথ দাস মুন্সি, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা কমিটি সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু।
অনুষ্ঠান সঞ্চলানা করেন বরিশাল ছাত্র ইউনিয়ন নেতা কিশোর চন্দ্র বালা। এসময় বক্তরা বলেন, বেশ কয়েক বছর ধরেই হিন্দু সম্প্রদয় সংক্ষালঘুদের উপর একের পর এক বাড়ি,ঘড়ে হামলা ভাংয়চুর, লাঠপাঠ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে যাচ্ছে সরকার এর কোন প্রতিকার করতে পারছে না বলেই আমরা মনে করি প্রতিটি ঘটনার সাথে সরকারের ইন্দনে তার দল আওয়ামী লীগই এর সাথে জড়িত রয়েছে। তাই অভিলম্বে সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধিদের আইনের আওতায় এনে বিচারের মুখামুখি করার দাবী জানান।


















