এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটো গাড়ির ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারি চালিত অটো গাড়ির ধাক্কায় আব্দুল গফফার শিকদার (৪৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যুর হয়েছে বলে জানান স্বজনরা।

বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত গফফার শিকদার উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের ইউনুস শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পটুয়াখালী -বেতাগী মহাসড়কের মির্জাগঞ্জ ইউনিয়নে কপালভেরা এলাকায় ফায়ার সার্ভিসের পূর্ব-পাশে রাস্তা পারা-পারের সময় সুবিদখালী ব্রিজ থেকে পূর্ব দিকে যাওয়া একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত লাগলে রাস্তায় পড়ে যায় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

পরিবার সূত্রে জানা যায়, সকালে গফফার শিকদার ফায়ার সার্ভিস সংলগ্ন আব্দুল রাজ্জাক মাস্টারের ঘরে রাজমিস্ত্রির কাজ করতে যান। কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটলেল প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ৯ টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আব্দুর রাজ্জাক মাস্টার জানান, বাসার সামনের গেটের একটি কলমের কাজ সম্পন্ন করে মাগরিবের নামাজের জন্য অজু করতে সড়কের ওপাড় পুকুরে যায়, ওযু করে ফেরার পথে পশ্চিম দিক থেকে বেপরোয়া গতিতে আসা ব্যাটারী চালিত একটি অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান সে।

অটোচালক আরমান মাঝি (২০) উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের ইসমাইল মাঝির ছেলে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official