নিউজ ডেস্ক : বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামে পান্তাভাত খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে স্বজনরা উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা গেছে, উপজেলার চরকগাছিয়া গ্রামের জালাল আকনের বাড়িতে তার মেয়ে রোজিনা আক্তার (২৮), জামাতা বসির হাওলাদার (৩৫) দুই নাতি রবিউল (৮) ও আবদুর রহমানকে (৫) নিয়ে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতের ভাত খেয়ে অবশিষ্ট ভাতে পানি দিয়ে রাখেন স্ত্রী রাহিমা বেগম।
বুধবার সকালে স্ত্রী রাহিমা বেগম, জামাতা বসির হাওলাদার, মেয়ে রোজিনা আক্তার, নাতি রবিউল ও আবদুর রহমান ওই পান্তাভাত খায়। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে সবাই পেটে ব্যথা ও বমি দিয়ে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থা বেগতিক দেখে স্বজনরা দ্রতি তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
জামাতা বসির হাওলাদার বলেন, কেউ ক্ষতি করার জন্য রাতের আঁধারে পান্তাভাতের মধ্যে বিষাক্ত কিছু দিয়ে রেখেছে। ওই ভাত যে খেয়েছে সেই অসুস্থ হয়ে পরেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, পান্তাভাত খেয়ে অসুস্থ রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অজানা বিষাক্ত কিছু পান্তাভাতের মধ্যে দেয়া হয়েছে।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ বিষয়টি আমি জানি না। তবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।