বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকীর চর ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভেঙ্গে দখলে নিয়েছে বিএনপি নেতা বাবু মিয়া।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাবুল সরদার, আনোয়ার সরদারসহ একাধিক আওয়ামী লীগ নেতা জানান, টরকীর চর ব্রিজ সংলগ্ন খাস জমির ওপর ২০১৮ সালের নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করে তারা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা বাবু মিয়া তার লোকজন নিয়ে কার্যালয়ের সম্পত্তি দখলের জন্য কার্যালয়টি ভেঙ্গে ফেলে।
অভিযোগ অস্বীকার করে বাবু মিয়া জানান, তিনি প্রবাসে থাকার সুবাদে তার পৈত্রিক সম্পত্তি দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়েছিল। তিনি দেশে ফিরে তাদের জায়গা দখলমুক্ত করেছেন।