বরিশাল নগরীর সদর রোডে আগুনে পুড়ে গেছে চারটি বসত ঘর। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর সদর রোডের অনামী লেনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ অশোক দাস জানান, আগুনে তাদের প্রায় সবকিছু পুড়ে গেছে। মেয়ের বিয়ের হওয়ার কথা ছিলো ৫ আগস্ট। বিয়ের অনুষ্ঠানের জন্য আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছিল। সে কারণে ক্ষতির পরিমাণটা তুলনায় বেশি হয়েছে।
দমকল বাহিনী আসার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়ারা বসবাস করেন আর একটিতে মালিক ডা: মোস্তাক ডালি থাকেন।
ফায়ার সার্ভিস জানায়, ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের উৎস তদন্ত করে দেখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।