বানারীপাড়ায় সলিয়াবাকপুর গ্রামের হতদরিদ্র পক্ষাঘাতগস্থ এক নারীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের অর্ধ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন বরিশালের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা।
শনিবার দুপুরে তিনি উপজেলার সলিয়াবাকপুর গ্রামের রাজমিস্ত্রী আ. মালেকের বাড়িতে গিয়ে তার পক্ষাঘাতগ্রস্থ স্ত্রী হেলেনা বেগমের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা বন কর্মকর্তা মাহমুদুল হাসান,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মানিক,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনিসুর রহমান মিলন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মিলন মৃধা,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম জুলহাস,বানারীপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চানু দাস,যুবলীগ নেতা রুবেল সরদার,চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ,সহ-সভাপতি শফিকুল ইসলাম ও তানভীর আহম্মেদ রনি,যুগ্ম সম্পাদক আবিদ আল হাসান রাজু,ছাত্রলীগ নেতা বাবু আকন,আবু হুরায়রা,আসাদ,সজিব প্রমুখ।
এদিকে সকালে সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা চাখার সরকারী ফজলুল হক কলেজ,ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও চালিতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় তিনি কালিরবাজার এলাকায় সন্ধ্যা নদীর ভাঙন কবলিত স্থান পরিদর্শণ করে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।বিকালে তিনি বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং জম্বদ্বীপ ও আলতা গ্রাম সহ বিভিন্ন এলাকায় ঘুরে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন।