নভেম্বর ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা প্রচ্ছদ ফুটবল বিনোদন বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ জিতেছে আফ্রিকা’ অমিতাভের ট্যুইট ঘিরে বিতর্ক

৪-২ ক্রোয়েশিয়াকে হারিয়ে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ জিতে নিয়েছে ফ্রান্স৷ অনবদ্য ফুটবলের জন্য সারা বিশ্বজুড়ে বন্দিত হচ্ছেন এমবাপে, গ্রিজমানরা৷ এরই মধ্যে অবাক করা ট্যুইট করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন৷ ট্যুইট করে বিগ-বি লেখেন ‘আফ্রিকা বিশ্বকাপ জিতেছে’৷

এরকম ট্যুইট করে নেটিজেনের সমালোচনার মুখে পড়েছেন অমিতাভ৷ অনেকেই রি-ট্যুইট করে বিগ-বিকে জানিয়েছেন এরকম কথা বলা ঠিক হয়নি তাঁর৷ তবে বিগ-বি’র মতো একজন খেলা-পাগল মানুষ এরকম লিখলেন কেন? শেষ দশকে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের নিজেদের দেশে জায়গা এবং নাগরিকত্ত্ব দিয়ে আসছে ফ্রান্স৷

ফরাসীদের বিশ্বকাপ জয়ী দলে এমন অনেক ফুটবলার রয়েছেন যাঁরা জন্মসূত্রে আফ্রিকান৷ অনেকে রয়েছেন ইসলাম ধর্মাবলম্বী৷ তাই ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফ্রান্সের জয়কে ‘আফ্রিকার জয় কিংবা মুসলিমদের জয়’ বলে বিভেদ তৈরি করতে চেয়েছেন৷ এরকমই একটি ট্যুইট শেয়ার করে বিগ’বি লেখেন ‘এই জয় তাহলে আফ্রিকার৷’

সিনিয়র বচ্চনের শেয়ার করা ট্যুইটটিতে লেখা রয়েছে, ‘এই ফ্রান্স দলে সবচেয়ে বেশি বৈচিত্র্য রয়েছে৷২৩ জনের দলের ১৬ জন ফুটবলার জাইরে, ক্যামেরুন, মরক্কো, কঙ্গো, আলজেরিয়ার মতো জায়গা থেকে ফ্রান্সে অভিবাসিত হয়ে এসেছে৷এটা সত্যিই অসাধারণ অভিবাসীরা ফ্রান্সের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে৷’

যে দেশ বিপদের সময় পাশে দাঁড়িয়ে মানুষকে আশ্রয় দেয় তাদের বিশ্বজয়ের দিন এই ধরনের বিভেদমূলক প্রশংসাকে সমর্থন করেনি নেটিজেন৷ বিগ বি’র এক ফলোয়ার লিখেছেন, ‘এরকম জিনিস বিগ বি’র কাছ থেকে আশা করা যায় না৷ একটা দেশ শরণার্থীদের হাসি মুখে গ্রহণ করে এরকম জায়গা দিয়েছে৷ সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে৷ এর জন্য সমস্ত ক্রেডিট ফ্রান্সের প্রাপ্য৷’

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official