শুক্রবার , ১৫ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

ভোলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৫, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে উভয় পাড়ের শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না তারা।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৯ মিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। আর অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট নির্মাণের কারণে গত দুইদিন ধরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ঘাটের শ্রমিকরা।

জানা গেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। কিন্তু ইলিশা ফেরিঘাট জোয়ারে তলিয়ে যাওয়ায় কোনো যানবাহন ওঠানামা করতে পারছেনা ফেরিতে।

প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না শ্রমিকরা। আর দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অতি দ্রুত ঘাটে সংস্কারের দাবি তোলেন তারা।

বাস চালক আরিফ বলেন, যাত্রীদের নিয়ে সকাল ১০টা থেকে ঘাটে আটকা আছি। কখন যেতে পারবো তাও জানি না। যাত্রী নাহিদা আফরোজ বলেন, চট্রগ্রাম যাওয়ার উদ্দেশে চরফ্যাশন থেকে এসেছি।

কিন্তু ঘাটে পানি জমে থাকায় যেতে পারছি না। একই কথা জানান অন্যান্য যাত্রীরাও। জোয়ারের পানি নেমে গেলে ঘাট সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ ঘাট ইনচার্জ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা দ্রুতই ঘাট সংস্কারের চেষ্টা করছি।

সর্বশেষ - অপরাধ