তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি নাকি ডিজিটাল বোঝে না। যে ডিজিটালে দেশে গণতন্ত্র থাকে না, শেয়ার বাজার ও ব্যাংক লুটপাট হয়, এটা সত্য যে, বিএনপি সেই ডিজিটাল বোঝে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী নবীন দলের খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় সেলিমা রহমান বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ। ঘর থেকে বের হলেই যে দেশে খুন, ধর্ষণ হওয়ার আশঙ্কা থাকে, যেখানে আদালতের খাস কামরায় খুনের ঘটনা ঘটে, সেদেশ কিভাবে মানুষ নিরাপদ থাকতে পারে? আমাদেরকে ঢাল হয়ে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে প্রয়োজনে গণবিস্ফোরণ ঘটানো হবে। আমরা দলকে সংগঠিত করছি আন্দোলনের জন্য। আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা হবে।