চীনের প্রেসিডেন্ট শি চনি পিং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
সোমবার বিকেলে গণভভনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন- তারা বিষয়টি দেখবেন। রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে মিয়ানমারের প্রতি তারা (চীন) দেখবেন বলে জানিয়েছেন।
চীন সফর শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজিন হয়। নিজের বক্তব্য পড়ার পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের
জবাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু তারাও উপলব্ধি করতে পেরেছেন যে, রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান করা একটা চাপ। তারাও মনে করেন, বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিৎ।