27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি

রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের সমস্যা

রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের, তবে নিকট ভবিষ্যৎ এটা বৈশ্বিক সংকট হবে। তাই এই সংকট সমাধানে সকলের ভূমিকা থাকা প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বুধবার (৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা জানান। ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা’- শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিস।

ড. গওহর রিজভী বলেন, রোহিঙ্গা সংকট রাতারাতি তৈরি হয়নি। এই সংকট মিয়ানমার অনেক আগে থেকেই পরিকল্পিতভাবে করে আসছে। কিন্তু এবারের ন্যায় কখনও করেনি। এই সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামীতে এটাই হবে বৈশ্বিক সংকট। রোহিঙ্গাদের বিতাড়িত করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে মিয়ানামার। তাই এই সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে। শুধু বাংলাদেশ এর সাফার করছে। রোহিঙ্গা সংকট সমাধান না হলে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন, গত এক দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা, গণসংযোগ প্রভৃতি ক্ষেত্রে। ভবিষ্যতেও বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করবে এবং পারস্পরিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে এমন আশাবাদের কথাও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official