এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা দূর্ঘটনা

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

সচিবালয়ের ৬ নম্বর ভবনে (২১ তলা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল সোয়া ৩টার দিকে এই ভবনের সপ্তম ও অষ্টম তলার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিটকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বপাশের সিঁড়ির মাঝামাঝি স্থানের কক্ষে বৈদ্যুতিক বোর্ড পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।

shochibalay

সিগারেট থেকে এই আগুন লেগেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. ছালেহউদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লেগেছিল। সেখানে পুরনো কাগজপত্রসহ বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস রক্ষিত ছিল। আমরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলি। সময় মতো আগুন নেভাতে না পারলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারত।

আগুন লাগার খবর শোনার পর এই ভবনের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মচারী জানান, সোয়া ৩টার দিকে আমাদের ফ্লোরের পূর্বদিক থেকে ধোঁয়া বের হতে দেখি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, তারা এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

shochibalay

শিক্ষা মন্ত্রণালয়ের (১৯ তলা) নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য বলেন, ‘নিচ থেকে ধোঁয়া এসে ১৯ ও ১৮ তলাও আচ্ছন্ন করে ফেলে। ভয়ে আমিও নিচে নেমে যাই।

আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের একজন কর্মী বলেন, ‘কয়েক মাস আগে আমরা অগ্নিমহড়া করার পর চিঠি দিয়ে কী কী অগ্নিঝুঁকি রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেছি। আমরা বলেছি, এই ময়লা-আবর্জনাগুলো বিভিন্ন স্থানে জমিয়ে রাখা যাবে না। এছাড়া আমরা আরও কিছু সাজেশন দিয়েছি। কিন্তু সেগুলো মানা হয়নি।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official