27 C
Dhaka
জুলাই ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

সদ্যোজাত শিশুকে নিয়ে নার্সদের টিকটক

নার্সের পোশাকে কখনও বলিউডের গানে নাচছেন আবার কখনও জনপ্রিয় ডায়লগের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন। হাসপাতালের মধ্যে এভাবেই টিকটক বানাতেন সরকারি হাসপাতালের একাধিক নার্স। অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের। ওই নার্সদের শো-কজ করা হয়েছে।

এই ঘটনা ঘটেছে ভারতের ওড়িষ্যার মালকানগিরি জেলা সদর হাসপাতালে। সেখানে সদ্যোজাত শিশুদের জন্য বানানো বিশেষ ইউনিটে কাজ করতেন ওই অভিযুক্ত নার্সরা। হাসপাতালের ডিউটি চলাকালীনই ফোনে সবাই মিলে মেতে উঠতেন টিকটকে। পুরোটাই চলত ইমার্জেন্সি নবজাতক সেবা ইউনিটের মধ্যেই। এমন কি চিকিৎসাধীন সদ্যোজাতকে সঙ্গে নিয়েও ভিডিও বানাতে দেখা যায় তাদের। টিকটকে বেশ জনপ্রিয়তাও পায় নার্সদের এসব ভিডিও।

সাম্প্রতিক সময়ে এক নবজাতককে নিয়ে নার্সদের একটি ভিডিও জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা অজিতকুমার মোহান্তির হাতে এসে পৌঁছায়। কর্তব্যে গাফিলতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টিকটক করা ওই নার্সদের শোকজ করেন তিনি। তীব্র নিন্দা করে তিনি জানান, এমন ঘটনা সত্যিই খুব দুর্ভাগ্যজনক।

হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তারা তপনকুমার দিন্দা জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করা হবে। অভিযুক্ত নার্সদের বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওড়িষ্যায় মালকানগিরিতে নবজাতক মৃত্যুর হার অনেক বেশি। সেদিকে লক্ষ্য রেখেই জেলা সদর হাসপাতালে গড়ে তোলা হয় সদ্যোজাত শিশুদের জন্য বিশেষ ইমার্জেন্সি ইউনিট। সেই ইউনিটের মধ্যেই কাজকর্ম ফেলে রেখে টিকটক ভিডিও বানাতেন অভিযুক্ত নার্সরা।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official