31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ ঢাকা প্রশাসন

সাভারে হেলে পড়েছে ৬ তলা ভবন

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছয়তলা ভবন পাশের তিনতলা ভবনের ওপর হেলে পড়ছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন দুটি ভবন সিলগালা করেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আবাসিক ওই ভবন দুটিতে থাকা বাসিন্দাদের।

রবিবার রাত ৮টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার মজিবর রহমানের মালিকানাধীন তারামন ভিলা নামে ছয়তলা ও আইয়ুব আলীর মালিকানাধীন রৌদ্রছায়া নামে তিনতলা বিশিষ্ট আবাসিক ভবন দুটি সিলগালা করে দেয় সাভার উপজেলা প্রশাসন।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমানের নেতৃত্বে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় হেলে পড়া দুটি বহুতল ভবন পরিদর্শনে যায় ফায়ার সার্ভিস কর্মীরা।

পরে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় ভবন দুটিতে বসবাসরত সমস্ত বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

এ সময় ছয়তলা ভবনটির নকশা না মেনে অনুমোদনহীন ভাবে তৈরি করা হয়েছে বিধায় তা পাশের ভবনের উপর হেলে পড়ায় দুটি ভবনই সিলগালা করে দেন উপজেলা নির্বাহী অফিসার।

ইউএনও জানান, অনুমোদন না নিয়ে ভবন তৈরির বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তীতে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official