নতুন ছবিতে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করতে গিয়ে বিপাকে পড়েছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। এ চরিত্রে তাকে মেনে নিতে পারছেন না হিজড়া সম্প্রদায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।
‘রাব অ্যান্ড টাগ’ নামের একটি ছবিতে দেখা যাবে স্কারলেটকে। এ চরিত্রে তার অভিনয় করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় বয়ে গেছে।
এ প্রসঙ্গে একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে স্কারলেট বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে যে কোনো চরিত্রে অভিনয়ের অধিকার আমার আছে। আমি গাছ বা পশুর চরিত্রেও অভিনয় করতে পারি, যদি চরিত্রটি সে রকম হয়।’
‘অভিনয় একটি শিল্প, একে রাখতে হবে মুক্ত। এটা করা যাবে না, ওটা করা যাবে না; এসব বিধিনিষেধ অভিনয়শিল্পীর জন্য নয়।’
গত বছরের জুলাই মাসে স্কারলেট যুক্ত হন ‘রাব অ্যান্ড টাগ’ ছবিতে। সত্তর-আশির দশকের কুখ্যাত মার্কিন হিজড়া গ্যাংস্টার ও ম্যাসেজ পারলারের মালিক লুইস জেন গিল ওরফে দান্তে টেক্স গিলকে নিয়ে এ ছবিটি। হিজড়া সম্প্রদায়ের দাবি, এই চরিত্রে স্কারলেট কেন, একজন হিজড়া অভিনেতাকেই এ চরিত্র করতে দেওয়া উচিত।