জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যা পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরসাদেন ৩য় মৃত্যুূ বার্ষিকীতে কোরান খতম স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব,আগামী বিসিসি মেয়র প্রার্থি ও বরিশাল জাপা মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন, জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা পল্লি বন্ধু হোসাইন মোহাম্মাদ এরসাদ ৮১ সালে দেশের এক কান্তিকালের সময় এদেশের জনগনের জানমাল রক্ষার্তে বিনা রক্তপাতে শাষনভার গ্রহন করেছিলেন।
পুনরায় তিনি এদেশের সম্পদ রক্ষা ও মানুষের মঙ্গল কামনা করে তিনি বিনারক্তপাতহীনভাবে শাষনভার ছেড়ে দিয়ে সাধারন মানুষের কাতারে এসে নির্বাচন করেছেন যা বিশ্বে এধরনের নজির বিহীন ইতিহাস আর নেই।
তাপস আরো বলেন, আজ যারা অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে রেখেছে তারা স্বৈরাচারকেও হারিয়ে দিয়েছে। ক্ষমতাসিনরা শেঘা প্রকল্পের নামে দূর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
সরকার এতদিন স্বিকার না করলেও এবার তারা স্বিকার করে নিয়েছে যে দেশ থেকে কোটি কোটি টাকা তাল দলীয় লোকজন পাচার করেছে।
সেই কারনে দেশের টাকা ফিরিয়ে আনার নামে মানুষকে বোকা বানানোর জন্য সংসদে বিল পাশ করে। তিনি বলেন যে টাকা দেশের বাহিরে চলে গেছে তা এত সহজে ফিরিয়ে আনা সম্ভব না।
ইকবাল হোসেন তাপস সরকার ও প্রশাসনকে বলেন, সত্যিই যদি দেশের মানুষের মঙ্গল কামা করে থাকেন তাহলে ইভিএম নয় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করে নিজেদের জন প্রিয়তা যাচাই করন মনে রাখবেন ক্ষমতা কারো চিরস্থায়ী না।
আজ বৃহস্পতিবার (১৪) জুন বেলা ১২টায় নগরীর সিটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল মহানগর জাপা আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল তার বক্তব্যতে বলেন সরকার আজকে দেশে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে তামাসায় পরিনত করেছে।
তারা ক্ষমতায় থাকার জন্য মানুষের অধিকার হরন করে নিয়েছে। আমরা এখন সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি। মানুষ এখনও উৎকন্ঠায় রয়েছে আধো কি দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার পুনরায় ফিরে পাবে নাকি শাষক গোষ্টির ইচ্ছায় ভোট হবে।
এখানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, কেন্দ্রীয় পার্টি চেয়ারম্যানের সহকারী মিয়া মোঃ আব্দুল হান্নান,বরিশাল মহানগর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর,জেলা যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম রিমন,আখতার হোসেন শপ্রু, রুস্তুম আলি ফরাজী সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড, এম এ জলিল।
পরে পল্লিবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরসাদের রুহের মাগফেরাত করা সহ জাতীয় পার্টি সকল প্রর্যায়ের নেতি কর্মীদের সুস্থতা কামনা করা হয়।