বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, যারা প্রজ্ঞাবান রুচিশীল মানুষের পরিচয় দিয়ে ও স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে জনকল্যাণে আত্মনিয়োগ করেন আমরা তাদের পাশে থাকবো।
শনিবার (২৯ আগস্ট) নগরে সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ানদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।
এদিন অসহায় পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছোড়া থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছে। মরণঘাতী করোনার প্রাদুর্ভাবে কর্তব্য পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশ যে মানবিক গুণাবলি প্রকাশ করেছে তা বাংলাদেশসহ বিশ্বের দরবারে চেনা -অচেনা সবার কাছে প্রশংসনীয় হয়েছে।
শাহাবুদ্দিন খান বলেন, শুধু নিজেকে দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জীবনের ঝুঁকি নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে মহামারি পরিস্থিতির শিকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছি।
সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানদের তৎপরতা সম্পূর্ণ সেবামূলক। সুশৃঙ্খল নিরাপদ সমাজ উপহার দিতে রোটারিয়ানরাও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কমিশনার।