27 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল বরিশাল রাজণীতি

বরিশালে ৯৫ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদকসহ ৯৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের বিচারক নালিশী অভিযোগ আমলে নিয়ে বানারীপাড়া থানায় এজাহারভুক্ত করার জন্য ওসিকে নিদের্শ দিয়েছেন।

সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বানারীপাড়া পৌরসভার এক নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনিচ মৃধা বাদি হয়ে রোববার শেষ কার্যদিবসে আদালতে নালিশী অভিযোগটি দায়ের করেছেন।

মামলার অন্যতম আসামির হলেন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সদ্য সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্র কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান হাওলাদার, চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ৫৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদি বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদির ব্যবসা প্রতিষ্ঠান, পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসাথে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগ করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official