মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় নারীসহ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরো একজন। আজ রবিবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকামহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্ণপাড়া নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন কালকিনি পৌরসভার পশ্চিম মিনাজদি এলাকার মতলেব মাতুব্বর (৬০) ও কাজীবাকাই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের রাজ্জাক মোল্লার স্ত্রী উম্মে হানি বেগম (৫২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে যাত্রীবাহী একটি বাস রাজধানী ঢাকায় যাচ্ছিল। মাঝপথে ডাসার থানাধীন কর্ণপাড়া নামক স্থানে আসলে বিপরীত দিকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী মতলেব মাতুব্বরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যানের অপর দুই যাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উম্মে হানি বেগম। পরে আশঙ্কাজনক অবস্থায় ভ্যানচালক ফেরদাউস শরীফকে (২৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসর মাহাবুব আবির দুইজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।