29 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বিএম কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপন আদায়

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রকে অপহরণের পরে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর নিউ কলেজ রো’ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

এই ঘটনায় অপহৃত শুক্রবার (৩০ আগস্ট) আবু সুফিয়ান ইমু’র পিতা জসিম উদ্দিন বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (যার নং-১৪৭১)।

অপহৃত ইমু বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং সে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের ৩০৯নং কক্ষে থাকতেন। সে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

ডায়েরী সূত্র জানাগেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আবু সুফিয়ান ইমু’র বন্ধু জুবায়ের মাহমুদ ফোন করে ইমুর বাবাকে জানায় ‘দুটি মোটর সাইকেলে আসা অজ্ঞাতনামা তিনজন লোক বিএম কলেজের পেছনের গেট থেকে ইমুকে জোর করে তুলে নিয়ে যায়।

তখন থেকেই ইমু’র দুইটি ফোন নম্বরে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে মাঝে মধ্যে অন থাকে। এর পর অনেক খোঁজা খুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। ফলে সাধারণ ডায়রী করা হয়েছে।

জসিম উদ্দিন জানান, অপহরণের পর ইমু’র মোবাইল নম্বর থেকে ছেলের মুক্তিপন বাবদ ১৫ হাজার টাকা দাবি করে। ওই টাকা পেলে যেখান থেকে তাকে তুলে নেয়া হয়েছে সেখানেই ফেলে যাওয়ার আশ^াস দেয় অপহরণকারীরা।

এজন্য শুক্রবার সকালে অপহরণকারীদের দেয়া একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা প্রেরণ করেনি। কিন্তু এর পরেও ছেলের কোন সন্ধান না পেয়ে সকাল ১০টার দিকে কোতয়ালী মডেল থানায় একটি ডায়েরী করা হয়েছে।

তিনি বলেন, আমি একজন গরিব এবং অসহায় মানুষ। খুব কষ্ট করে সংসার চালাচ্ছি এবং দুই ছেলে মেয়েকে পড়া লেখা করাচ্ছি। আমি কোন আইনী ঝামেলায় যেতে চাই না। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ডায়েরীর সূত্র ধরে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই কলেজ ছাত্রকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হবে বলে আশাব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official