ভোলার সদর উপজেলায় বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ছবি আঁকায় পুরস্কার পেল দেড়শ’ শিশু। এ সময় কবিতা আবৃত্তি করে আরও শতাধিক শিশু। সকাল থেকে শুরু করে জেলা পরিষদ চত্বর ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিশুদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত শিশুদের মধ্যে সেরা তালিকায় ছিল ‘ক’ বিভাগে সিয়েনা তাছশিয়া মহিমা অহষি করঞ্জাই, নুহাস উজামা ইরাদ, রেদোয়ান, আদর ঘোষ, আশরিন সালমা বর্ষা, আদিলা রশিদ মিধি, তানসিন আহমেদ অনি, অথৈ ঘোষ, তাসফিক আহমেদ, উলফে বিনতে আমিন, মেহজাবিন অধরা, জাগ্রত বিশ্বাস, মাহমুদুর রহমান, মাফুজুর রহমান, অর্পিতা মিত্র, মো. ইব্রাহিম, মো. শাখাওয়াত, ফাহমিদা বেগম, সাকির হোসেন, মো. মাহমুদুর রহমান, প্রাপ্ত কর্মকার, শাফায়ত হোসেন, কনক জাহান চাঁদনী, ফাহমিদা বেগম।
প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিশুদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুল মমিন টুলু, মোশারেফ হোসেন, জহুরুল ইসলাম নকিব, মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।