30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় দূর্ঘটনা

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৫

ঈদুল আজহার ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৫ জন এবং আহত হয়েছেন ৩৫৫ জন। ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট মাত্র নয়দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে নিরাপদ সড়ক চাই।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব লিটন এরশাদ।

তিনি আরও বলেন, এই ঈদে উত্তরবঙ্গে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে তিনটি সেতু খুলে দেওয়ায় কোনো যানজট হয়নি। এর ফলে এ সড়কে দুর্ঘটনা তুলনামূলকভাবে কম হয়েছে। কিন্তু খুলনা ও যশোর অঞ্চলে সড়ক দুর্ঘটনা কমেনি বরং বেড়েছে।

এসব দুর্ঘটনা ঈদুল ফিতরের তুলনায় কিছুটা বেশি বলেও নিরাপদ সড়ক চাই এর পর্যবেক্ষণে উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আলম দীপেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official