26 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না আশরাফুলের

অনলাইন ডেস্ক ::

হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকার চাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ময়মনসিংহের পাগলা থানার পাইতল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কনস্টেবল আশরাফুল ঈদের ছুটি কাটিয়ে মোটরসাইকেলযোগে নিজের কর্মস্থল সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে পৌঁছালে ঢাকামুখী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাগলা থানার পাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, আশরাফুল অবিবাহিত ছিলেন। ২০১৬ সালে পুলিশ কনস্টেবল পদে তিনি চাকরিতে যোগদান করেন। তিনি পরিবারের ছোট সন্তান ছিলেন।

হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official