31 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

করোনা: বরিশালে একদিনে নতুন করে আরও ২৬ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার //সাইফুল ইসলাম :
প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বরিশালে র‌্যাব-পুলিশ ও স্বাস্থকর্মীসহ নতুন করে আরও ২৬ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৮৬৩ জন। একই সময়ে আক্রান্ত ৪৩ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ্য ২ হাজার ৭৫ জন।
সোমবার (১৭ আগস্ট) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয় গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী একজন রোগীর তথ্য পাওয়া গেছে। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাড়িয়েছে মোট ৫২ জনে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলায় ০১ জন স্বাস্থ্যকর্মীসহ ০৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ০২ জন, বানারীপারা উপজেলায় ০১ জন, উজিরপুর উপজেলায় ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০১ জন, গৌরনদী উপজেলায় ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সাগরদী এলাকার ০৩ জন, সদর রোড এলাকার ০২ জন, মুন্সী গ্যারেজ, বিএম কলেজ রোড, নতুন বাজার, কাশীপুর, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, এনএসআইয়ে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স, ০১ জন স্টাফসহ মোট ২৬ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ২৬ জন রোগীর অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official