খেয়া পারাপারের সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিহত যুবলীগ সভাপতি ফয়েজ মাহমুদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে কীর্তনখোলা নদী দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকায় লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
বরিশাল সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, দপদপিয়া পুরাতন ফেরিঘাট পাশে এ্যাংকর সিমেন্ট কোম্পানি চালান সংলগ্ন কীর্তনখোলা নদীতে লাশ ভেসে ওঠে।
লাশটি উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ১২ আগস্ট সকাল দশটার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত এই লাশটি নিখোঁজ সেই ব্যক্তির।
প্রসঙ্গত, নিখোঁজের ৫ দিনের মাথায় উদ্ধার হল কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবলীগ সভাপতির লাশ। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন। তার পিতার নাম মৃত সুলতান আহমেদ।
