অক্টোবর ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস। পাশাপাশি তিনি পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যারা পালিয়ে এসেছেন তার মধ্যে রয়েছেন নারী ও শিশু। তাদের অনেকে আবার আহত।

মানবাধিকার বিষয়ক এজেন্সিগুলোর অবাধ সুবিধা পাওয়ারও আহ্বান জানিয়েছেন মহাসচিব। আক্রান্তদের কাছে যাতে সাহায্য পৌঁছে দেওয়া ও তাদের সুরক্ষা দেওয়া যায় তার আহ্বান জানিয়েছেন তিনি। মহাসচিব বলেন, এক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশ উভয় দেশকে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ। উল্লেখ্য, সোমবার রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান তীব্রতর করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এদিন পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ঘুমধুম গ্রামের কাছ থেকে ফেরত পাঠানোর চেষ্টা করে বাংলাদেশের কোস্ট গার্ডরা। এতে নো-ম্যানস ল্যান্ডে আটকা পড়েন তারা।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official