বরিশাল সিটিকর্পোরেশন এলাকার উন্নয়ন নিয়ে ভাবছে তরুণ প্রজন্ম । আর এই ভাবনার সাথে একমত প্রকাশ করছেন বরিশালের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । গত রোববার রাতে মেয়রের বাস ভবনে এক মতবিনিময় সভার মাধ্যমে নগর উন্নয়নে তরুণদের নিয়ে ভাবনা সম্বলিত একটি স্বারকলিপি মেয়রের হাতে তুলে দেন তরুনদের সংগঠন অডেশাস এর সভাপতি সাইদ পান্থ।
এসময় আরো উপস্থিত ছিলেন , সহ সভাপতি রুম্মান, দুর্জয় সিংহ জয়, অনিরুদ্ধ খাসখেল, রিদয় সিংঘানিয়া,জয় গোপাল বিশ্বাস।
এসময় সাদিক আব্দুল্লাহ বলেন , তরুণদের ভাবনাগুুলি সময় উপযোগী। এগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবো।
