স্টাফ রিপোর্টোর// ইয়াকুব হোসেনঃ
নগরবাসীর দীর্ঘ ভোগান্তির পর অবশেষে নগরীর গুরুত্বপূর্ণ বান্দ রোডের মেরামতের কাজ শুরু করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আওতাধীন এই রাস্তায় আছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল নদী বন্দর সহ আরো গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তর।
এতদিন উক্ত রাস্তাটির বিভিন্ন স্থানে খানা-খন্দ সৃষ্টি হয়ে জনগণের চলাচলের অনুপযোগী হয়েছিল।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটির আমতলা মোড় অংশে শ্রমিকেরা কাজ করছেন। সেখানকার চল্লিশোর্ধ্ব নারী শ্রমিক আমেনা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছেন তারা। বিসিসির উদ্যোগে উক্ত রাস্তাটি সংস্কারের কাজ করছে এম খান লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নগরীর রূপাতলী থেকে জেলখানা মোড় পর্যন্ত দুর্যোগ সহিষ্ণু সড়কের কাজও করেছিল।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রধান মাহফুজ খান বলেন,‘ বরিশাল নগরীর আমতলা মোড় থেকে স্টিমার ঘাট – কর ভবন পর্যন্ত মোট আড়াই কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হচ্ছে। এই রাস্তায় আগামী পাঁচ বছরে কোনো ক্ষয়ক্ষতি কিংবা গর্তের সৃষ্টি হলে তাও ঠিক করে দেবো আমরা’। আর উক্ত রাস্তায় আধুনিক প্রযুক্তিগত উন্নত ঢালাই দেয়া হচ্ছে বলেও জানান তিনি।এতে করে সহজে রাস্তাটি কোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে না।
