30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি

পলাতক খুনীদের ফিরিয়ে এনে শাস্তির দাবী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীণ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিলে নেতাকর্মীরা এ দাবী জানান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন সরদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন আকন প্রমুখ। শেষে জাতির পিতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official