27 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

ফারহান-ইভানা জুটির ঈদের চমক

ঈদুল আযহা উপলক্ষে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো শর্ট ফিল্ম ‘তুমিও আমার হতে পারতে’। আজব কারখানা নির্মিত এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন এ সময়ের তরুণদের পছন্দের জুটি মুশফিক আর ফারহান ও পারসা ইভানা।

জয় শাহরিয়ার এর গল্প ও চিত্রনাট্যে ‘তুমিও আমার হতে পারতে’ পরিচালনা করেছেন স্বরাজ দেব। লেখার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। এডিট ও কালার করেছেন শাহরিয়ার শাহরুখ। ডি.ও.পি ছিলেন আমির হামজা।

চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়েই এই শর্ট ফিল্ম। এ প্রসংগে স্বরাজ দেব বলেন, ‘এই ঈদে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে এটা স্পেশাল। কারণ এর গল্প ও সবার টীম ওয়ার্ক।’

মুশফিক ফারহান বলেন, ‘এই ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি। তাই সবচেয়ে ভালো কিছু কাজও এবার দর্শকরা পাবেন আমার কাছে আশা করি। যার অন্যতম হবে ‘তুমিও আমার হতে পারতে।’

ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসাথে কাজ করিনা। এটা তেমনি একটা বিশেষ কাজ।’

প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও অন্য মাধ্যমে মাঝে মাঝে লিখেছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে। আর গান গুলো যেহেতু আমারই এই কাজে তাই সেটাও সাহায্য করেছে পুরো গল্প সাজাতে। আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম প্রযোজনা যেহেতু তাই আনন্দ ও উৎকণ্ঠা দুটোই বেশি।’

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official