মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১৮ ঘণ্টা পর ভাসমান ২০ জেলে উদ্ধার

সুন্দররবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পরে পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আনছার খানের মালিকানা এফবি সিমা-২ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ঘটনাস্থল পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৯টার দিকে জেলেদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে ইলিশ বোঝাই ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়। গত ২৩ জুলাই ৬৫ দিনের মাছ আহরণে অবরোধ শেষে জেলেরা সাগরে মাছ ধরতে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন কচিখালীর পশ্চিমে লাশমি এলাকায় ঝড়ের কবলে আনছার খানের মালিকানাধীন এফবি সিমা-২ ট্রলারের ২০ জেলে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। তখন আকষ্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়। এমন সময় কাছাকাছি থাকা এফবি বশির ট্রলারের মাঝি মো. ইব্রাহিমসহ জেলেদের সহযোগিতায় ডু্বে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ২০ জেলে সকলেই অসুস্থ থাকায় সাগরে বসেই তাদের শরীরের তাপমাত্রা ফিরিয়ে আনার জন্য গরম পানি গরম কাপড় দিয়ে সেবা প্রদান করেন উদ্ধারকারী জেলেরা।

গোলাম মোস্তফাা চৌধুরী আরও জানান, উদ্ধারকৃত জেলেদের ফিরিয়ে আনতে দুটি ট্রলার পাঠানো হয়েছে।

এদিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, আবহওয়া অনুকূল নয় তবু সকালেই জেলেদের উদ্ধারের জন্য একটি টিম সাগরে গেছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official