মে ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত ৫ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক “গুড়াগুড়া”

বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত ঈদুল আজহার ৫ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক “গুড়াগুড়া” ঈদের দিন বুধবার থেকে ঈদের পঞ্চম দিন রবিবার পর্যন্ত নতুন চ্যানেল বাংলা টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচারিত হবে।

স্বনামধণ্য নির্মাতা ও নাট্যকার অনিমেষ আইচের রচনা এবং বরিশালের সন্তান নিয়াজ মাহবুবের পরিচালনা ও চিত্রায়নে বরিশাল নগরীর জেনারেল হাসপাতাল, শেবাচিম হাসপাতাল, বিবির পুকুর পাড়, সদর রোড, কাউনিয়া মনষা বাড়ি গলিসহ বিভিন্ন লোকেশনে নির্মিত “গুড়াগুড়া” নাটকটিতে খ্যাতিমান অভিনেতা আজাদ আবুল কালাম, বিজরী বরকাতুল্লাহ, এলেইন শুভ্র, মিঠু, সামিয়া সাইদ, জেসন পলাশ বিশ্বাস, বেলায়েত বাবলু, কাজী মিরাজ মাহমুদ, মাহাবুব মোর্শেদ শামিম, আজিজ শাহীন, অনিকেত মাসুদ, টিটু দাস, পাভেল, জিতু, জিসান, সোহাগ, শুভ, বাবু, সাহরিয়া, সুচি, কলি,সজল মাহমুদ,লিটু দত্ত,বাবু,আরিফ, উজ্জল, রাকিবুল ইসলাম রিয়াদ, আরিফসহ বরিশালের সম্ভাবনাময় নাট্য কর্মীরা অভিনয় করেছেন। স্বনামধণ্য নির্মাতা ও নাট্যকার অনিমেষ আইচ গুড়াগুড়া নাটকটি চ্যানেল বাংলা টিভির জন্য লিখেছেন। যতোটা সম্ভব বরিশালের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে নাটকের সংলাপ তৈরী করা হয়েছে। নাটকটিতে দেখানো হয়েছে সকলের সম্বলিত প্রচেষ্ঠা আর ইচ্ছা থাকলে নিজেদের নগরীকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। পরিচালক নিয়াজ মাহবুব প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের পাশাপাশি বরিশালের একদল নবীশ নাট্যকর্মী নিয়ে নাটকটি তৈরী করেছেন। নিজের পরিচালনা ও চিত্রায়নে তৈরী নাটক গুড়াগুড়া নিয়ে বেশ আশাবাদী নিয়াজ মাহবুব বলেন, নাটকটি এবারের ঈদে বাড়তি আনন্দ যোগ করবে। নাটকটিতে সহকারী পরিচালক ছিলেন তাহমিদ রহমান সিড, ইয়ামিন নাইম ও ইমতিয়াজ অমিত। নাটকটি নির্মাতা প্রতিষ্ঠান মেঘডুবি’র ব্যানারে নির্মিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official