বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নাসির উদ্দিন সোহেল ওরফে মীর সোহেল নামে এক মাদক বিক্রতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) গভীর রাতে তাকে শহরের নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার নাসির উদ্দিন সোহেল ওরফে মীর সোহেল চিহ্নিত একজন মাদক বিক্রেতা। সম্প্রতি পুলিশের হাতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার নান্টুর সহযোগী এই সোহেল।
এই সফল অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরণ মণ্ডল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিধান চন্দ্র গণপতি।
এসআই সমিরণ মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নতুন বাজার এলাকা থেকে নাসির উদ্দিন সোহেল ওরফে মীর সোহেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, সোহেল সম্প্রতি অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত নান্টুর সহযোগী হিসেবে কাজ করে আসছিল।
এই মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।