29 C
Dhaka
মে ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ছয় স্কুল ছাত্রীকে যৌণ হয়রানী, লিখিত অভিযোগ

স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবে ছয়জন ছাত্রীকে উত্যক্তসহ যৌণ হয়রানির ঘটনায় প্রধানশিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ছাত্রীরা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের।

মঙ্গলবার সকালে ভূক্তভোগী ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আল মাহামুদ বখতিয়ার, মাহাফুজ হাওলাদার, আকাশ বখতিয়ার, নাঈম বখতিয়ার ও জিহাদ বখতিয়ারসহ তাদের অন্যান্য সহযোগিরা। উত্যক্তকারীদের বিচারের দাবিতে প্রধানশিক্ষক বিভূতি ভূষণ সরকারের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ে একাধিকবার সালিশ বৈঠকে বসলেও অভিযুক্তদের বিচার নিয়ে দেখা দিয়েছে দ্বিধা-বিভক্তি। অভিযুক্তদের অভিভাবকরা এলাকার প্রভাবশালী হওয়ার কারণে কঠোর কোন ব্যবস্থা নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। ফলে অভিযোগকারী ছয়জন শিক্ষার্থী এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে অভিযুক্ত স্কুল ছাত্র আল মাহামুদ বখতিয়ার প্রেমের প্রস্তাব দেয়ার কথা স্বীকার করে বলেন, যৌণ হয়রানী নয়, আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। পরে অবশ্য এ ঘটনার জন্য ম্যাসেঞ্জারে দুঃখ প্রকাশ করেছি। প্রধানশিক্ষক বিভূতি সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর একাধিকার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সমাধানের জন্য বসলেও দ্বিধা-বিভক্তির কারণে সিদ্ধান্ত নেওয়া যায়নি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর সরদার বলেন, অভিযুক্তদের অভিভাবদের সামনে বসে তাদের বিচার করা হবে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official