নিউজ ডেস্ক :
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়েছে ।
আটককৃতরা হল- বাকেরগঞ্জের মো: ইমদাদুল হক (২৯), আগৈলঝাড়ার মনমথ বেপারী (২৮) রাজির (২৫)
আজ শনিবার সকালে কাউনিয়া স্ব-রোড ও এর আগে শুক্রবার রাতে নথুল্লাবাদ সুরভি পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করে।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই দেলোয়যার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এই দুই এলাকায় মাদক কেনা-বেচা চলছে। এ অবস্থায় দুইটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কাউনিয়া স্ব-রোড এলাকার সৈয়দ হাতেম আলীর বাড়ির সৈয়দ বাচ্চু মিয়অর বাসার নিচ থেকে ২৫২ পিস ইয়াবাসহ ইমদাদুলও মনমথকে আটক করা হয়। তারা উভয়েই সৈয়দ বাচ্চু মিয়ার বাসার ভাড়াটিয়া। আটককৃতদের ভাড়াটে ওই বাসায় অভিযান চালিয়েই ২৫২ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
অপরদিকে শুক্রবার রাত ৮টায় নথুল্লাবাদ সুরভি পেট্রোল পাম্প এলাকা থেকে রাজিবকে ৮৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।