30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ, স্বস্তিতে নগরবাসী

বরিশাল নগরীতে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে নগরীেতে আর কোন ব্যাটারী চালিত রিক্সা চলতে পারবে না। সোমবার দিনব্যাপী দেখা যায় ব্যাটারী চালিত রিক্সা না চলায় সড়কগুলোতে কোন যানজট দেখাযায়নি। লোকজন স্বস্তি চলাচল করতে দেখা গেছে।

একাধিক নগররবাসী জানিয়েছেন, অটোরিক্সাগুলোতে অনেক দুর্ঘটনা ঘটেছে। বন্ধ করে দেওয়ায় স্বস্তিতে নগরবাসী। ব্যাটারী খুলে পায়ে চালিত রিক্সায় যাচ্ছে মালিকরা। বেপরোয়া গাড়ি চালানোর জন্য ইতোমধ্যে অনেক দুঘর্টনা ঘটেছে বরিশালে। চাকায় ওড়না পেচিয়ে অনেক যাত্রী আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

ব্যাটারি চালিত অটোরিক্সার ড্রাইভার রোডের কোন আইন কানুন মানেন না। কোন নিয়মের তোয়াক্কা না করেই যত্রতত্র যাত্রী উঠানো আর নামানো হতো। এভাবেই বিভিন্ন জায়গায় রিক্সা থেকে ব্যাটারী খুলে পায়ে চালিতরিক্সা তৈরী করতে দেখা গেছে।

তারা আরো জানান, অকেন দুর্ঘটনায় পড়তে হয়েছে এই অটোরিক্সায়। বন্ধ করে দেওয়ায় ভালো হয়েছে। পায়ের রিক্সা স্বাস্থ্যসম্মত ও চলতে আরাম দায়ক। কোনভাবেই যেন পুনরায় তারা চালানোর অনুমতি না পায়। প্রশাসন যেন পিছু না হটে।

সুশিল সমাজের এক ব্যক্তি জানান, ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ হওয়ায় যানচলাচলে কোন বিঘ্ন ঘটেনি। আজকের বরিশালের সড়কগুলো ছিল খুবই সুন্দর। কোনভাবে যেন আর এই অটোরিক্সা নগরীতে ঢুকতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সজাক দৃষ্টি রাখতে হবে।

 

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই শামসুল আলম বলেন, আমাদের কাজ মানুষকে সচেতন করা। নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে সড়কগুলোর শৃংখলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official