30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগান নিয়ে ডেঙ্গু মশা প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষে বরিশাল মহানগরীর ত্রিশটি ওয়ার্ড সহ জেলার দশ উপজেলার পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সমগ্র এলাকাব্যাপি একযোগে বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউট, গালর্স গাইড, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণীর মানুষের অংশ গ্রহনে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৭ই আগস্ট) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে দশটায় নগরীর ১ নম্বর ওয়ার্ড নথুল্লাবাত কেন্দ্রীয় বাস স্টেশন এলাকার পাশ্ববর্তী মাদ্রাসা ব্রীজ এলাকায় মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসির এক নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল হাসান লিটু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কর্মকর্তা প্রতিনিধিগন।

পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নিজ হাতে মশক মেসিন দিয়ে এলাকার বিভিন্নস্থানে ঔষদ স্প্রে করার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন এশহর আপনার আমার সকলের এই শহরের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করার দায়ীত্ব সকলের তাই আজ থেকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করে দেশ থেকে এডিশ ডেঙ্গু মশা ধ্বংশ করি পাশাপাশি আমরা সকলেই রোগ মুক্তসহ নিজেদের সুস্থ থাকার আহবান জানান।

একই সাথে আজ থেকে সকল এলাকার জন প্রতিনিধিরা তাদের ওয়ার্ডের প্রতিটি মহল্লাবাসীদের সচেতনতা ও দায়ীত্ব নিয়ে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান।

অন্যদিকে স্থানীয় নেতা-কর্মীরা ভীড় করলেও কাউকে একটি লিফলেট পর্যন্ত বিতরন করতে দেখা যায়নি। তাদের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্থান ত্যাগ করার পরপরই তারাও যার যার গন্তব্যে চলে যান।

একই সময় জেলা প্রশাসনের প্রচারের অংশ হিসাবে ও বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগীতায় বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা নগরীর যানবাহনসহ পথচারীদের মাঝে মশক থেকে মুক্ত থাকার বিভিন্ন উপদেশমূলক লিফলেট বিতরন ও হ্যান্ড মাইকদ্বারা প্রচার করেন তারা।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official