বহুল আলোচিত ধর্মপ্রচারক জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে মালয়েশিয়া। তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকায় ভারতে তাকে পাঠানো হবে না। তবে অন্য কোনো দেশে তাকে নিতে চাইলে স্বাগত জানানো হবে বলে জানিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহম্মদ।
এদিকে জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়ার পক্ষে কথা বলেছিলেন সেদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী এম কুলাসেগারান। তিনি মন্ত্রিসভার কাছে ওই প্রস্তাব দিয়েছিলেন। জাকির নায়েককে মালয়েশিয়ায় থাকতে দেয়া উচিত নয় বলে মন্তব্যও করেছিলেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতের মুসলিমদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের তুলনা টানেন তিনি। জাকির নায়েক বলেন, ‘ভারতের মুসলিমদের থেকে মালয়েশিয়ার হিন্দুরা এখানে দ্বিগুণ সুযোগ-সুবিধা পান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহম্মদের থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি অনুগত এখানকার হিন্দুরা।’
তার এই মন্তব্যের পর সবর হন সেদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, ‘মালয়েশিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। তাদের মধ্যে বিভেদ ছড়াচ্ছেন জাকির নায়েক।
উল্লেখ্য ভারতে আর্থিক কেলেঙ্কারি ও সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয়ার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। তবে জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করেছেন।