মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠানো যেকোনো বার্তা দেখলেই তা প্রেরক জানতে পারেন। এতে অনেক সময় বেশ জটিলতায় পড়তে হয়। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের রিড রিসিপট ফিচার সাময়িকভাবে অকার্যকর করে সমস্যার সমাধান করা সম্ভব। মেসেঞ্জারে বন্ধুদের পাঠানো বার্তা গোপনে পড়ার জন্য স্মার্টফোনটির সেটিংস অপশনে প্রবেশ করে ‘এয়ারপ্লেন মোড’ চালু করতে হবে। বার্তা পড়া শেষে অপশনটি বন্ধ করলেই পুনরায় আগের মতো মেসেঞ্জারের সব সুযোগ মিলবে।
অন্যদিকে হোয়াটসঅ্যাপে এ সুবিধা পেতে সেটিংস পেজে প্রবেশ করে পর্যায়ক্রমে অ্যাকাউন্ট, প্রাইভেসি অপশনে ক্লিক করে ‘টার্ন অব রিসিপটস’-এ ক্লিক করতে হবে।