ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতার অসংখ্য ক্ষেত্র রয়েছে। তিনি এশিয়ার তিনটি দেশ সফরের শেষ পর্যায়ে বুধবার রাতে টোকিও থেকে কুয়ালালামপুর পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান।
মালয়েশিয়া ও ইরানের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলে জানান জারিফ। তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটের ব্যাপারে দুদেশের মধ্যে আলাপ-আলোচনা প্রয়োজন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শিগগিরই ইরান সফরে আসবেন বলেও খবর দেন মোহাম্মদ জাওয়াদ জারিফ।
পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
মালয়েশিয়া যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো-এর সঙ্গে বৈঠক করেন। জাপান যাওয়ার আগে জারিফ চীন সফর করেন।